বৃষ্টির জেরে দুর্ঘটনার কবলে বালিভর্তি লরি

author-image
Harmeet
New Update
বৃষ্টির জেরে দুর্ঘটনার কবলে বালিভর্তি লরি

 দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ  নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালিভর্তি লরি উল্টে যায়, এমন ঘটনাটি ঘটেছে ২৯শে সেপ্টেম্বর ভোর রাতে ঘাটাল-পাঁশকুড়া সড়কের পাঁচবেড়িয়াতে।ঘটনা সূত্রে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে ভোরের দিকে একটি বিকট শব্দ শোনা যায় পাঁচবেড়িয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।সঙ্গে সঙ্গে আমরা কয়েকজন ছুটে গিয়ে দেখি একটি বালিভর্তি লরি পাল্টি খেয়ে রাস্তার ধারে পড়ে রয়েছে।আমরাই চালক ও খালাসি কে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।কী  কারনে এই দুর্ঘটনাটি ঘটল তা নিয়ে চালককে  প্রশ্ন করলে তিনি জানান,রাতভোর বৃষ্টির কারণে সামনের কাঁচে জল জমে যাওয়ার ফলে রাস্তা না দেখতে পাওয়ায় সাইডে নেমে গিয়ে ভেজা মাটিতে চাকা বসে এই দুর্ঘটনা। তবে সাথে সাথে দুর্ঘটনার খবর পেয়ে কর্মরত থাকা দাসপুর থানার পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে।পুলিশ সূত্রে জানা যায় সম্ভবত গভীর রাতে ঘটনাটি ঘটেছে এবং রাস্তা নির্জন থাকায় হতাহতের কোনো খবর নেই এই দুর্ঘটনায়।