New Update
/anm-bengali/media/post_banners/Os3XJ2of8k20b86HTJJi.jpg)
দিগবিজয় মহালি, পশ্চিম মেদিনীপুরঃ গুলাব নিম্নচাপের কারণে রাতভর বৃষ্টির জেরে একটা আস্ত গাছ হুড়মুড়িয়ে বাড়ীর ওপর পড়ে। কোনোক্রমে প্রানে বাঁচে পরিবারের সদস্যরা।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর অঞ্চলের নোয়াপাড়া এলাকায়। এলাকার বাদিন্দা সেখ গহর আলি বুধবার ভোর ২.৩০ টা নাগাদ লক্ষ করেন গাছটি বাড়ীর ওপর পড়ছে। প্রান বাঁচিয়ে বাড়ী থেকে বেরোতে সক্ষম হয় পরিবারের সদস্যরা। বাড়ীর সমস্ত সরঞ্জাম ভেঙে নস্ট হয়ে গিয়েছে। চিন্তায় পড়েছে ওই পরিবারটি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us