নিজস্ব সংবাদদাতাঃ ব্যক্তির রাশি দেখে তাঁর স্বভাব সম্পর্কে জানা যায়। জ্যোতিষে বর্ণিত ১২টি রাশির মধ্যে চারটি এমন রাশি রয়েছে যার জাতকরা প্রতিযোগী মনোভাবাপন্ন হয়ে থাকেন। এরা ছোট বা বড় যে কোনও কাজে প্রতিযোগিতায় নেমে পড়েন। এঁরা সকলকে পিছনে ফেলে এগিয়ে যেতে চান। জ্যোতিষশাস্ত্র মতে মেষ, সিংহ, বৃষ এবং বৃশ্চিক, এই ৪ রাশির জাতকরা অত্যধিক প্রতিযোগী মনোভাবাপন্ন এবং উচ্চাকাঙ্খী হন।