নিজস্ব সংবাদদাতাঃ সমীক্ষায় জানা গিয়েছে, চীনে ৬০ ঊর্ধ্বদের মধ্যে 'সেক্স টয়' কেনার প্রবণতা বাড়ছে। বেশি বয়সী নিঃসঙ্গ বিপত্নীক পুরুষ বা বিধবা নারীরা মানবসঙ্গী খুঁজে না পেয়ে সঙ্গী হিসেবে দোকান থেকে কিনে আনছেন এসব পুতুল। এগুলোর সঙ্গে তাঁরা একসঙ্গে ঘুমাচ্ছেন, সময় কাটাচ্ছেন, প্রয়োজনে যৌন সম্পর্ক স্থাপন করছে। স্বামী-স্ত্রীর মতোই আচরণ করছেন পুতুলের সঙ্গে। অনেক বৃদ্ধ নারী আবার যৌন সম্পর্ক এড়াতে নিজেই স্বামীকে সেক্স টয় কিনে উপহার দিচ্ছেন।