সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ বালি পাথর তোলার দাবিতে আন্দোলন অব্যাহত আলিপুরদুয়ারে। মঙ্গলবার সকালে আলিপুরদুয়ার চৌপথিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বালি পাথরের সাথে যুক্ত শ্রমিকরা। কাজ চালুর দাবিতে মঙ্গলবার সকাল ৯:৩০ নাগাদ কালচিনি ব্লক নিমতি চৌপতি এলাকায় কালচিনি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান নিমতি বালি পাথর ট্রাক সেন্টিগেটের শতাধিক শ্রমিকরা।