​সুদীপ ব্যানার্জী, উত্তর দিনাজপুরঃ সংস্কারের অভাবে বেহাল দশায় ফুটবল ময়দান। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে রয়েছে বন্দর শ্মশান ফুটবল মাঠ। কিন্তু মাঠটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে। রায়গঞ্জ পুরসভা কয়েকবছর আগে মাঠের চারিদিকে আলোর ব্যবস্থা করলেও সংস্কারের অভাবে মাঠটি বেহাল হয়ে পড়েছে। ফলে খেলোয়াড়রা মাঠমুখী হচ্ছেন না। মাঠের চারিদিকে নোংরা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকায় যুবকদের পাশাপাশি বয়স্ক মানুষেরা এখন আর প্রাতঃভ্রমণ এবং সান্ধ্য ভ্রমণে যান না। পূর্বে সকাল-বিকেল নিয়মিত ফুটবল প্র্যাকটিস করত খেলোয়াড়েরা । এছাড়াও ক্রিকেট এবং অ্যাথলেটিক্স প্র্যাকটিস চলত সারাবছর ধরে। বিভিন্ন টুর্ণামেন্ট গুলি হত এই ময়দানেই। বেশ কয়েকবছর ধরে সব বন্ধ। মাঠের বেহাল অবস্থার কথা স্বীকার করেছেন স্থানীয় বাসিন্দা থেকে কাউন্সিলারা এবং বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। রায়গঞ্জ শহরের ঐতিহ্যবাহী এই মাঠটির মালিকানা রয়েছে রায়গঞ্জ ইন্সটিটিউটের। তবে দেখভাল করে বীরনগর স্পোটিং অ্যাসোসিয়েশন। বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের ফুটবল টিমের সদস্যরা এখানেই সারাবছর প্র্যাকটিস করত। একাংশ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাঠটি রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়ে পড়েছে। আগে বিভিন্ন অসামাজিক কাজ হতো রাতে, পুরসভা উদ্যোগ নিয়ে লাইটের ব্যবস্থা করে দিয়েছে। তবে খেলাধুলো কিছুই হয় না। এখন দরকার সীমানা প্রাচীর। বাইরের গাড়ি মাঠের ভিতরে ঢুকে মাঠটি নষ্ট করে দিয়েছে। প্রাচীর হলেই গাড়ি ঢোকা বন্ধ হবে।