/anm-bengali/media/post_banners/lZ49fFdIGCboUBUEpxEl.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভরসন্ধেয় রায়গঞ্জে চলল গুলি। মৃত্যু হয়েছে এক মহিলার। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন দু'জন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দেবীনগরের সুকান্ত মোড় এলাকায়। খবর পেয়ে ইতিমধ্যেই দেহটি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
জানাগিয়েছে, মৃতারনামদেবীসান্যাল।রায়গঞ্জেরদেবীনগরেরসুকান্তমোড়এলাকায়তাঁরবাপেরবাড়ি।বাবাপ্রাক্তনপুলিশকর্মী।তিনিশয্যাশায়ী।অবসরপ্রাপ্তপুলিশকর্মীদেরদেখতেদেবীনগরেরবাড়িতেএসেছেনতাঁরসন্তানেরা।সোমবার সন্ধ্যায় বোনরূপাঅধিকারী, পেশায়পুলিশকর্মীভাইসুজয়মজুমদারেরসঙ্গেইছিলেনদেবী।অভিযোগ, সাড়েআটটানাগাদএকদলদুষ্কতীতাঁদেরবাড়িতেচড়াওহয়।সুজয়, দেবীওরূপাকেটানতেটানতেরাস্তায়নিয়েযায়দুষ্কৃতীরা। রাস্তার উপর তিনজনকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিন ভাইবোন। ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্রতিবেশীরা গুলির শব্দ পেয়ে ছুটে গিয়ে দেখেন রাস্তায় পড়ে রয়েছেন ওই তিনজন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই দেবীকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us