দীর্ঘ ১৬ বছর পর জার্মানিতে পালাবদল

author-image
Harmeet
New Update
দীর্ঘ ১৬ বছর পর জার্মানিতে পালাবদল

নিজস্ব সংবাদদাতাঃ  দীর্ঘ ১৬ বছর একছত্র ভাবে জার্মানি শাসন করার পর অবশেষে নির্বাচনে পরাজিত হল চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন। নতুন ক্ষমতাশালী দল হিসেবে এবার জার্মানির শাসনভার হাতে পেতে চলেছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। সোমবার প্রকাশ্যে এসেছে জার্মানির সাধারণ নির্বাচনের ফলাফল আর সেখানেই দেখা গেল সেই ২০০৫ সালের পর এই প্রথম সাধারণ নির্বাচনে জয় পেয়েছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। ২৫.৭ শতাংশ ভোট পেয়ে সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করেছে তারা। সামান্য কম ভোট অর্থাত্‍ ২৪.১ শতাংশ ভোট পেয়েছে মর্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন দল। অন্যান্য দল যেমন লিবারেল ফ্রি ডেমোক্র্যাটসরা পেয়েছে ১১.৫ শতাংশ ভোট। পরিবেশবাদী গ্রিন পার্টির ঝুলিতে পড়েছে ১৪.৮ শতাংশ ভোট। ইতিমধ্যেই জার্মানিতে সরকার গঠনের তোড়জোড় শুরু করে দিয়েছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি

উল্লেখ্য, দীর্ঘ ১৬ বছরের নেতৃত্বে চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের পর কে মসনদে বসবেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। গত শনিবারও শেষ ভোট প্রচারে এসে মর্কেল জানান, এই ভোট জার্মানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, তিনি জার্মানিকে ভালবেসে যেভাবে এতদিন কাজ করেছেন, সমগ্র জার্মানির উন্নতির কথা চিন্তা করেছেন, তেমনই একজনকে মসনদে বসানো দরকার। তবে নতুন চ্যান্সেলর দায়িত্ব না নেওয়া পর্যন্ত কেয়ারটেকার হিসেবে ইউরোপের বৃহত্তম অর্থনীতি সম্পন্ন দেশটির কাজ চালাবেন মর্কেল