মমতার সমর্থনে জেলায় দেওয়াল লিখন তৃণমূলের

author-image
Harmeet
New Update
মমতার সমর্থনে জেলায় দেওয়াল লিখন তৃণমূলের

সুদীপ ব্যানার্জী, দক্ষিণ দিনাজপুরঃ ভবানীপুরের উপনির্বাচনের আঁচ দক্ষিণ দিনাজপুর জেলায়। ভবানীপুরে উপনির্বাচনে লড়াই করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ তাঁর সমর্থনে দেওয়াল লিখন হল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে। দক্ষিণ দিনাজপুর মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির তরফে এই দেওয়াল লিখন করা হয়। সোমবার দুপুরে বালুরঘাট শহরের অভিযাত্রী পাড়া এলাকায় দক্ষিণ দিনাজপুর মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির জেলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তীর নেতৃত্বে এই দেওয়াল লিখন হয়। মূলত, যাঁরা কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটার অথচ কর্মসূত্রে বালুরঘাটে থাকেন তাঁদের অবগত করতেই এই দেওয়াল লিখন বলে জানিয়েছেন প্রদীপ্তা।