/anm-bengali/media/post_banners/qkNhWvPMZOTvHUiMshcY.jpg)
সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: কৃষক সংগঠনের ডাকা বনধের দারুণ ভাবে প্রভাব পরেছে শহর শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায়। সোমবার দফায় দফায় বনধ সমর্থনকারীদের মিছিল লক্ষ্য করা যায় শহর শিলিগুড়িতে। একদিকে অল ইন্ডিয়া সংগঠন ডি.এস.এস.সি.আই যৌথ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। অপরদিকে অন্য একটি মিছিল বাম সংগঠনের নেতৃত্বে বার হয়ে হিলকার্ট রোড পরিক্রমা করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের প্রাণকেন্দ্র হাসমি চকে বিপুল পরিমাণে পুলিশি উপস্থিতি লক্ষ্য করা যায়। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ সিভিক ভলেন্টিয়ার ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়। সপ্তাহের প্রথম দিন শহরের গুরুত্বপূর্ণ বাজারগুলো রয়েছে সুনসান বন্ধের প্রভাব এমনি দেখা যায় শহরে ছোটো ছোটো দোকানে। শিলিগুড়ি জংশন
সরকারি-বেসরকারি বাস চলাচল হাতেগোনা কয়েকটি লক্ষ্য করা গেলেও যাত্রীশূন্য ছিল পরিবহনগুলি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us