New Update
/anm-bengali/media/post_banners/4eCskiDSUrlpanwRSV3H.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের ভয়াবহ বন্যার কবলে পড়ল নেপাল। এই ভয়াবহ বন্যার জেরে এখনো অবধি ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ ২২ জন। জানা গিয়েছে, বিগত কয়েকদিনের ভারী বর্ষণে ব্যাপক বন্যা এবং ভূমিধসের কবলে পড়েছে নেপাল। হিমালয় কন্যা খ্যাত নেপালের বহু শহরে প্রবল বৃষ্টিপাত হয়েছে। যা কিনা রেকর্ড করেছে। শনিবার পর্যন্ত বন্যা এবং ভূমিধসে সিন্ধুপালচক, মানাং, লামজং, মায়াগদি, মুস্তং, পালপা, কালিকোট, জুমলা, দাইলেখ, বাজুরা ও বাজহং জেলায় প্রাণহানি এবং সবচেয়ে বেশি অবকাঠোমো ক্ষয়ক্ষতি রেকর্ড করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us