ভারত বনধের জেরে বাতিল বহু ট্রেন

author-image
Harmeet
New Update
ভারত বনধের জেরে বাতিল বহু ট্রেন

​নিজস্ব সংবাদদাতাঃ 
কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার খামার ইউনিয়নগুলির ডাকা ভারত বনধের কারণে প্রায় ২৫টি ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, "দিল্লি, আম্বালা এবং ফিরোজপুর বিভাগে ২০টিরও বেশি জায়গা অবরোধ করা হচ্ছে। এর কারণে প্রায় ২৫টি ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে," উত্তর রেলের একজন মুখপাত্র জানিয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, দিল্লি-অমৃতসর শান-ই-পাঞ্জাব, নয়াদিল্লি-মোগা এক্সপ্রেস, পুরাতন দিল্লি-পায়হাজোত এক্সপ্রেস, নয়াদিল্লি থেকে কাটরা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস এবং অমৃতসর শতাব্দী ক্ষতিগ্রস্ত কয়েকটি ট্রেন।