৬২তম বর্ষে বসাক বাড়ির পুজো

author-image
Harmeet
New Update
৬২তম বর্ষে বসাক বাড়ির পুজো



নিজস্ব সংবাদদাতাঃ

দুর্গাপুজো আসতে হাতে গুনে আর কয়েকটা দিন বাকি।


পশ্চিমবঙ্গের বিখ্যাত বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে সিউড়ির বসাক বাড়ির পুজো খুব বিখ্যাত। প্রথম থেকেই বাড়িতে তৈরি হয় এখনাকার দুর্গা প্রতিমা। লোকবল কমে যাওয়ায় ২০১৭ সালে তৈরি করা হয় অষ্টধাতুর দুর্গামূর্তি। সেই থেকেই ওই মূর্তিকেই পুজো করা হয়।