নিজস্ব সংবাদদাতাঃ আবারও অমানবিক ঘটনার সাক্ষী থাকল কলকাতা। নিউটাউনে ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠলো ওই কলেজেরই প্রথম বর্ষের এক ছাত্রের বিরুদ্ধে। এরপরই পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করে ইকোপার্ক থানার পুলিশ। সূত্রের খবর অনুযায়ী, গতকাল কসবা থানা এলাকার বোসপুকুরের বাসিন্দা ইকোপার্ক থানায় অভিযোগ করেন। তাঁর বয়ান অনুযায়ী, চলতি মাসের গত ২৪ তারিখ তাঁর মেয়েকে ওই কলেজের প্রথম বর্ষের এক ছাত্র ধর্ষণ করে। এরপরই অসুস্থ হয়ে পড়েন তাঁর মেয়ে। সেদিনের পর থেকে তাঁর মেয়ে শারীরিক ও মানসিভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর মেয়েকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। এখনও চিকিৎসাধীন রয়েছে প্রথম বর্ষের ওই ছাত্রী। এরপরই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ইকো পার্ক থানার পুলিশ।