'আমি কি রাজ কুন্দ্রা', স্বামীকে নিয়ে প্রশ্ন করাতেই বেজায় চটলেন শিল্পা

author-image
Harmeet
New Update
'আমি কি রাজ কুন্দ্রা', স্বামীকে নিয়ে প্রশ্ন করাতেই বেজায় চটলেন শিল্পা


নিজস্ব সংবাদদাতাঃ  সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন রাজ কুন্দ্রা। শিল্পা এর আগেই জানিয়েছিলেন, রাজের ব্যবসা সংক্রান্ত কোনও কাজের সম্পর্কে তাঁর কোনও ধারণাই ছিল না! আর এবার অভিনেত্রীর কাছে রাজকে নিয়ে প্রশ্ন রাখা হতেই ক্ষেপে গেলেন তিনি। সংবাদমাধ্যমের প্রশ্নে তিনি জানান, ‘না না বলুন আমার নাম কি রাজ কুন্দ্রা? নাকি, আমাকে রাজ কুন্দ্রার মতো দেখতে?' এখানেই শেষ নয় অভিনেত্রী আরও জানান, 'আমি কখনই কাওকে জবাবদিহি করি না! এটাই আমার জীবন দর্শন'।