/anm-bengali/media/post_banners/tWZyKaY7WK0aXJtI2S5J.jpg)
হরি ঘোষ, রানীগঞ্জ : রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা চলছে রাজ্য জুড়েই। রানীগঞ্জের বক্তারনগর এলাকায় কনস্টেবল পদের জন্য পরীক্ষায় বসা দুই পরীক্ষার্থী অন্যের হয়ে পরীক্ষায় বসেছিল। এই অভিযোগে দুই ভূঁয়ো পরীক্ষার্থীকে গ্রেফতার করল রানীগঞ্জ পাঞ্জাবী মোড় ফাঁড়ির পুলিশ ।
এদের মধ্যে একজন হল বিহারের চানানের বাসিন্দা বিমলেন্দু কুমার । পুলিশের জেরার মুখে তার কাছ থেকে যে তথ্য পাওয়া যায় তা হলো সেই সমস্ত ঘটনার মাস্টারমাইন্ড । তাকে প্রথমে বক্তারনগর স্কুলে সন্দেহের সন্দেহের বসে তাকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারা যায় যে,সে এক কোচিং সেন্টারের মালিক । সেই এই গ্যাংকে পরিচালনা করে অন্যের হয়ে পরীক্ষায় বসার জন্য কুড়ি হাজার টাকার বিনিময়ে পরীক্ষায় বসানোর উদ্যোগ নেন ।সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, সেই পরীক্ষা কেন্দ্রে গুপ্তেশ কুমার সিং নামের আরো একজন ভূঁয়ো পরীক্ষার্থী এই পরীক্ষা দিচ্ছে। গুপ্তেশ কুমার সিং ভাগুয়া কানুইয়ের বাসিন্দা । পুলিশের জেরার মুখে সত্য সামনে আসে। জানা যায় আসানসোল উত্তর থানার বাংলা গার্লস স্কুলে একজন ভুয়ো পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। আসানসোল উত্তর থানার পুলিশ পরীক্ষা কেন্দ্র থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার থেকে জানা যায় বিহারের অর্জুন সিং বাদলের হয়ে সে পরীক্ষা দিতে এসেছিল । জানা যায় বীরেন্দ্র কুমার বলে আরো এক ব্যক্তি পাণ্ডবেশ্বর এর সুকেশ রুইদাস নামে এক ব্যক্তির হয়ে পরীক্ষা দিতে এসেছিলো আসানসোল ওল্ড বাংলা স্কুলে । এই ভাবেই একের পর এক ভুয়ো পরীক্ষার্থী ধরা পড়ার ঘটনায় আলোড়ন শিল্পঞ্চল জুড়ে। একের পর এক ভুয়ো পরীক্ষার্থী পুলিশের জালে ধরা পড়ায় হতচকিত হয়ে পড়ে অন্যান্য পরীক্ষার্থীরাও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us