New Update
/anm-bengali/media/post_banners/eFLZz1fAmSdG9ClIsh7L.jpg)
রাহুল পাসোয়ান, আসানসোলঃ কৃষকদের সমর্থনে বামেদের ডাকা ভারত বনধের মিশ্র প্রভাব শিল্পাঞ্চলে। আসানসোল শহরের রাজপথে বনধের সমর্থনে এক মিছিলের আয়োজন করা হয় সিপিএমএর পক্ষ থেকে । বি এন আর থেকে মিছিলটি আসানসোল বাস স্ট্যান্ড পর্যন্ত যায় এবং বাস স্ট্যান্ড পরিক্রমা করে ফের বি এন আর মোড়ে এসে ১০ থেকে ১৫ মিনিট এর জন্য রাস্তা অবরোধ করে। শেষে রাস্তা অবরোধ নিজেরাই তুলে নেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us