চরম সংকটে কাবুলবাসী

author-image
Harmeet
New Update
চরম সংকটে কাবুলবাসী

​নিজস্ব সংবাদদাতাঃ 

রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। এই কথাটাই এখন ধ্রুব সত্য কাবুলবাসীদের জন্য। কারণ ক্ষমতা বদলের পরই খাবার বা ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করতেও কালঘাম ছুটছে বাসিন্দাদের। কাবুল দখলের একমাসের মধ্যেই সেখানে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশছোঁয়া হওয়ায় চরম সঙ্কটে পড়েছেন আফগানবাসী।

কাবুল সহ গোটা আফগানিস্তান জুড়েই একদিকে যেমন দেখা দিয়েছে প্রবল অর্থ সঙ্কট, তেমনই আবার খাদ্যবস্তু সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি হওয়ায় দুবেলা খাবার জোগাতেও হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।