নিজস্ব সংবাদদাতাঃ মনোহরার হাঁড়ি নিয়ে দাদাগিরির সেটে পৌঁছে গিয়েছে মিঠাই। সেখানে গিয়ে দাদার সঙ্গে কেমন ‘দাদাগিরি’ ফলিয়েছে সেই সম্পর্কে সবটা খোলসা হবে আজ রাতে। কিন্তু তার আগে দাদাগিরির মঞ্চের যে ভিডিয়ো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে তা দেখে তো থ নেটিজেনরা। রবিবার ‘দাদাগিরি’র নবম সিজনের দ্বিতীয় এপিসোডে বিশেষ অতিথি হিসাবে হাজির হবে মোদক পরিবার। মিঠাই দাদাকে কাছে পেয়ে আনন্দে একেবারে আত্মহারা।