এবারে চুলের যত্নে মধু, কাজ করবে ম্যাজিকের মতো

author-image
Harmeet
New Update
এবারে চুলের যত্নে মধু, কাজ করবে ম্যাজিকের মতো


নিজস্ব সংবাদদাতাঃ  এক মগ জলে আধ কাপ মধু মিশিয়ে তৈরি করে নিন প্রাকৃতিক কন্ডিশনার। শ্যাম্পু করার পর চুল আলতো করে মুছে নিন। তারপর এই মিশ্রণ দিয়ে চুল ধুয়ে নিন। দেখবেন চুল হয়েছে নরম, আর কেমন ঝকঝক করছে। এছাড়াও অন্য একটি পদ্ধতি রয়েছে। প্রথমে দুটো ডিম ভেঙে অল্প ফেটিয়ে নিন। তাতে দু’ টেবিলচামচ মধু যোগ করে আবার ভালো করে ফেটান। চুল ভালো করে আঁচড়ে নিয়ে তা কয়েকটা ছোট ছোট সেকশনে ভাগ করে নিন। তারপর হেয়ার ব্রাশের সাহায্যে পুরো হেয়ার প্যাকটা চুল ও স্ক্যাল্পে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে চুল নরম থাকবে এবং উজ্জ্বলতাও বাড়বে।