নিজস্ব সংবাদদাতাঃ প্রায় ৩ বছরের সন্ন্যাস কাটিয়ে ২০২২ এ বড়পর্দায় কামব্যাক করার কথা ছিল শাহরুখ খান-এর। আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত 'পাঠান' ছবির ঘোষণা করা হয়নি। প্রথম থেকেই এই ছবির শ্যুটিং ঘিরে মুখে কুলুপ এঁটেছে শাহরুখ খান থেকে শুরু করে ছবির নির্মাতা সংস্থা যশ রাজ ফিল্মস সংস্থা। সদ্য ২০২২ এর প্রথম ভাগে তাঁদের সংস্থার বিগ বাজেট ছবির তালিকা ঘোষণা করা হয়েছে যশ রাজ ফিল্মসের তরফে। তবে সেখানে নেই 'পাঠান' এর নামগন্ধ। ফলত কিং খানের 'পাঠান' ছবি নিয়ে তৈরি হয়েছে জল্পনা।