New Update
/anm-bengali/media/post_banners/F3qev9pzSkR56l3iK23V.jpg)
মানালি দত্ত, মুর্শিদাবাদঃ "ঝুলনের মাথা নড়ানোর দাদুর" সঙ্গে পিকের তুলনা করলেন অধীর চৌধুরী। ভবানীপুরের ভোটার হিসাবে পিকের নাম থাকায়, এদিন অধীর চৌধুরী বলেন, দিদির দল গত লোকসভার পর থেকে পিকের উপর নির্ভরশীল। পিকে মানেই তৃণমূল আর তৃণমূল মানেই পিকে। পিকে যেভাবে বলে দিদি সেই ভাবে চলে। ঝুলনের সময় দাদুর মাথা নড়ায় পিছন থেকে সুতো টেনে টেনে। আমাদের পিকে সাহেব সেই ঝুলনের দাদু। পিকে যেমন পিছন থাকা নড়ায়, দিদি সেই ভাবে নড়ে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us