​নিজস্ব সংবাদদাতাঃ দ্রুত এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'গুলাব'। উপকূল অঞ্চলে ইতিমধ্যেই জারি হয়েছে কমলা সতর্কতা। গভীর রাতে ল্যান্ডফল হবে 'গুলাব' এর। গতিবেগ থাকবে ঘণ্টায় ৯০ কিমি। এরপরই মঙ্গল ও বুধবারজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ ১২ টি জেলায়। কলকাতাতেও ঢুকবে ঝড়ো হাওয়া। গতিবেগ থাকবে ঘন্টায় ৫০ কিমি।