​নিজস্ব সংবাদদাতাঃ আজ সন্ধেয় ওড়িশার গোপালপুর ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের মাঝে কলিঙ্গপত্তনমের কাছে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় গুলাব। ঘূর্ণিঝড়ের আগে দীঘাজুড়ে পুলিশি তৎপরতা। নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে নামায় সতর্ক করা হচ্ছে পর্যটকদের। সৈকত ও উপকূলবর্তী এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ-প্রশাসন। ইতিমধ্যেই দীঘায় পর্যটকদের হোটেল ছাড়তে নির্দেশ দিয়েছে প্রশাসন।