নিজস্ব সংবাদদাতাঃ টলিউড তথা বলিউডে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী ঋতাভরী। বলিউডে তিনি পাড়ি দিয়েছিলেন কয়েক বছর আগেই। কাজ করেছেন বহু হিন্দি ছবিতে। এরই মধ্যে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর মুকুটে নতুন পালক। বিগ-বি’র সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি। খবর নিজেই জানিয়েছেন ঋতাভরী। এক জুয়েলারি সংস্থার হয়ে শুট করবেন তিনি। ওই শুটে থাকবেন বিগ-বিও। এক বাঙালি কনের সাজে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই শুরু হয়েছে সেই অ্যাডের শুটিং।