New Update
/anm-bengali/media/post_banners/hMYq0cKba6rJL96KMAqy.jpg)
দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ স্কুলের সামনে জল থইথই করছে। তক্তা বাঁশ দিয়ে অস্থায়ী মাঁচা পার করেই পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে কনস্টেবল পদে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের বড়িষা বিদ্যাসাগর বিদ্যাপীঠে। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির জেরে পিংলায় বহু এলাকা জলমগ্ন। এখনও জল নামেনি বিভিন্ন এলাকায়। সেই সঙ্গে হাইস্কুলের সামনের জলও এখনও না নামায় এই ব্যবস্থা। সাময়িক একটু সমস্যা হচ্ছে পরীক্ষার্থীদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us