নিজস্ব সংবাদদাতাঃ বর্তমানে টলিউডে তৈরি হচ্ছে বেশ কয়েকটি ছকভাঙ্গা জুটি, তারই মধ্যে অন্যতম স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সোহম চক্রবর্তীর জুটি। পরিচালক অর্জুন দত্তের আগামী ছবি 'শ্রীমতী'। সেই ছবিতেই জুটি বেঁধেছেন তাঁরা। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির প্রথম গান। গানেও রয়েছে চমক। এই ছবির চিত্রনাট্যের কথা মাথায় রেখেই গান বেঁধেছেন সৌম্য ঋত।