জিৎ-এর ছবি এবার জায়গা পেল কান ফিল্ম ফেস্টিভালে

author-image
Harmeet
New Update
জিৎ-এর ছবি এবার জায়গা পেল কান ফিল্ম ফেস্টিভালে


নিজস্ব সংবাদদাতাঃ  বাংলা চলচিত্রের সম্মান বৃদ্ধি করলেন সুপারস্টার জিৎ। এবার কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে সেরা ভারতীয় ছবির তকমা পেল বাংলার সুপারস্টার জিতের শর্ট ফিল্ম। ছবির নাম 'হরে কৃষ্ণ'। ছবিটি পরিচালনা করেছেন প্রখ্যাত পরিচালক হরনাথ চক্রবর্তীর ছেলে হিন্দোল চক্রবর্তী। এটাই তাঁর প্রথম ছবি। এই স্বল্পদৈর্ঘ্যের ছবিতে জিৎ অভিনয় না করলেও এই ছবির কনসেপ্ট তাঁর, এছাড়াও এই ছবিটি প্রযোজনাও করেছেন জিৎ। কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে সেরা ভারতীয় ছবির বিভাগে সেরার সেরা শিরোপা পেল 'হরে কৃষ্ণ'।