নতুন রূপে ক্যামেরাবন্দি লাস্যময়ী শুভশ্রী

author-image
Harmeet
New Update
নতুন রূপে ক্যামেরাবন্দি লাস্যময়ী শুভশ্রী


নিজস্ব সংবাদদাতাঃ  দেখতে দেখতে এক বছর পার করল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভান। ইউভানের প্রথম জন্মদিনে নিজের মাতৃত্বের সেলিব্রেশনে মেতেছিলেন নায়িকা। মা হওয়ার পর থেকে বদলে গেছে নায়িকার জীবন। গত কয়েকমাসে দেখা গেছে যে সংসার সন্তান নিয়ে মত্ত নায়িকা। তবে এবারে ধীরে ধীরে নিজের কাজে ফিরছেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি একটি ফটোশুটের ভিডিও শেয়ার করেছেন তিনি। লাস্যময়ী নায়িকার সেই ভিডিয়োই আলোড়ন ফেলেছে তাঁর ফ্যানেদের মনে। লাল ব্লেজার ও ট্রাউজারে ফর্ম্যাল লুকে ঝড় তুলেছেন অভিনেত্রী। ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখেছেন, উঁচুতে ওড়ো এবং নিজের স্বপ্ন পূরণ করো।