নিজস্ব সংবাদদাতাঃ বরাবরই নিজের স্টাইল এবং পোশাকে অনুরাগীদের কুপোকাত করেন নোরা। তাঁর হট লুক অনেক পুরুষদেরই রাতের ঘুম উড়িয়েছে। সোশ্যাল মিডিয়াতে বেশ একটিভ তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করেছেন নোরা। ছবির প্রতিটি পরতে রয়েছে উষ্ণতার ছোঁয়া। সাদা ড্রেসে স্পষ্ট বক্ষ বিভাজিকা। আপাতত নৃত্যশিল্পীর এই হট লুকে মজে রয়েছে নেটদুনিয়া।