ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'গুলাব', কোথায় অবস্থান করছে ঝড়টি?

author-image
Harmeet
New Update
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'গুলাব', কোথায় অবস্থান করছে ঝড়টি?

​নিজস্ব সংবাদদাতাঃ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গুলাব। আজই কলিঙ্গপত্তনমে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। কলিঙ্গপত্তনম থেকে ৩৭০ কিমি দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়টি। সন্ধেবেলায় অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়বে এই ঝড়। যদিও স্বস্তির খবর, রাজ্যের সরাসরি প্রভাব পড়বে না এই গুলাব-এর। তবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বইবে ঝোড়ো হাওয়া। আজ থেকেই বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে।

https://www.windy.com/?22.518,88.383,5