/anm-bengali/media/post_banners/oQgkHoLYxxBWPOh4BHDl.jpg)
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ আগামী ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন হচ্ছে ভবানীপুর সমেত মোট তিনটি বিধানসভা কেন্দ্রে। ভবানীপুরে এবারের লড়াই হচ্ছে জোরদার। কারণ গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে ১৯২৪ ভোটে পরাজিত মমতা বন্দোপাধ্যায়ের এবার হতে চলেছে সম্মান রক্ষার লড়াই। আর সেই লড়াইয়ে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় পরাস্ত না হয় এবং বিপুল ভোটে যাতে জয়লাভ করতে পারেন তার জন্য ইতিমধ্যে কোমর বেঁধে প্রচারের ময়দানে নেমে পড়েছেন তাবড় তাবড় রাজনৈতিক নেতৃত্ব থেকে সেলিব্রিটি সকলেই। প্রতিদিনই চলছে মিটিং মিছিল জনসমাবেশ। তারই পাশাপাশি এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের কামনায় হোম-যজ্ঞ শুরু করলো পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা। শালবনি ব্লকের কর্নগড়ের মহামায়া মন্দিরে দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকদের নিয়ে উপস্থিত হন সকালে। এরপর সমস্ত কিছু নৈবদ্য চাপিয়ে শুরু করেন হোম যজ্ঞ। মায়ের কাছে একটাই প্রার্থনা দলীয় নেতৃত্ব ও কর্মীদের। ভবানীপুরে বিপুল সংখ্যক ভোটে জিতে জয়লাভ করুক জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us