নিজস্ব সংবাদদাতাঃ শনিবার আইপিএলে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংস। কে এল রাহুলের দলের কাছে পরাজিত হয়েছে উইলিয়ামসনবাহিনী। আর তার সঙ্গেই সানরাইজার্স হায়দ্রাবাদের প্লে অফে পৌঁছনোর স্বপ্নও শেষ হয়ে গেল। ৯টি ম্যাচ খেলে ২ পয়েন্ট সহযোগে পয়েন্ট তালিকার একদম শেষ স্থানে রয়েছেন কেন উইলিয়ামসনরা। অপরদিকে কালকের ম্যাচে জয় পেয়ে টুর্নামেন্টে এখনও নিজেদের বাঁচিয়ে রাখল পাঞ্জাব কিংস।