কঠিন অভাবের মধ্যেও স্নাতকের পরীক্ষায় ভালো ফল করায় ছাত্রকে সংবর্ধনা দিল জনপ্রতিনিধিরা

author-image
Harmeet
New Update
কঠিন অভাবের মধ্যেও স্নাতকের পরীক্ষায় ভালো ফল করায় ছাত্রকে সংবর্ধনা দিল জনপ্রতিনিধিরা

​সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ কঠিন অভাবের মধ্যেও স্নাতকের পরীক্ষায় ভালো ফলাফলের জন্যে আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি নিবাসী অভিজিৎ সাহাকে সংবর্ধনা দিল এলাকার জনপ্রতিনিধিরা। বাবা পেশায় সবজি বিক্রেতা। নিজেরও অনেকটা সময় সবজির দোকানে ব্যবসা সামলাতে কাটে অভিজিতের। এইরূপ প্রতিকূলতাকে উপেক্ষা করে লেখাপড়ার অদম্য উৎসাহকে সঙ্গী করে সফল কামাখ্যাগুড়ির বিপিননগরের অভিজিৎ সাহা। এবছর কামাখ্যাগুড়ি শহিদ ক্ষুদিরাম কলেজ থেকে ভূগোলে স্নাতকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন অভিজিৎ। তাঁর প্রাপ্ত নম্বর ৯৩ শতাংশ। বাবা কুশ সাহার সবজির দোকানের ওপর নির্ভর করেই সংসার চলে। বিভিন্ন সময়ে দোকান সামলাতে ছুটতে হয় অভিজিৎকেও। অভিজিৎ বলেন, "কলেজের অধ্যাপকদের অনুপ্রেরণায় ও পরিশ্রমে সাফল্য মিলেছে। ভবিষ্যতে স্নাতকোত্তর পাশ করার পর ভূগোল নিয়ে গবেষণা করতে চাই"। স্বাভাবিকভাবেই তাঁর সাফল্যে খুশি পরিবার সহ কলেজের অধ্যাপকরা। বৃহস্পতিবার রাতে এলাকার জনপ্রতিনিধিরা মেধাবী ছাত্র অভিজিৎ সাহাকে তাঁর বাড়িতে গিয়ে সংবর্ধনা দেন।