New Update
/anm-bengali/media/post_banners/wg8KQ0NqdoFaodBz0MMn.jpg)
সুদীপব্যানার্জী, আলিপুরদুয়ারঃ মুখোমুখি দুটিট্রাকেরসংঘর্ষেআহতহলেন৩জনব্যাক্তি।শনিবারভোর৫টানাগাদদুর্ঘটনাটিঘটেআলিপুরদুয়ারজেলারবীরপাড়াথানারডিমডিমাহাটখোলায়৪৮নম্বরএশিয়ানহাইওয়েতে। এদিন দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে আরেকটি ট্রাক। সংঘর্ষে পেছনের ট্রাকের কেবিনে চালক সহ ৩ জন আটকে পড়েন। তীব্র শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বেপরোয়া গতির ফলেই দুর্ঘটনাটি ঘটে। ৩১সি জাতীয় সড়কটি এশিয়ান হাইওয়েতে রূপান্তরিত হওয়ায় পর লাগাতার বাড়ছে দুর্ঘটনা। এদিন আহতদের উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বীরপাড়া থানার পুলিশ।গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us