নিজস্ব সংবাদদাতাঃ বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের মিটিংয়ে নতুন পেনশন প্রস্তাব আনার কথা ভাবছে বিসিসিআই। নতুন পেনশন প্রস্তাব কার্যকর হলে এবার থেকে ২৫টি বা তার বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ক্রিকেটারদের জায়গায় ১০টি বা তার বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের থেকে পেনশনের সুযোগসুবিধা প্রদান করা হবে। এর পাশাপাশি ক্রিকেটারদের অবর্তমানে তাঁদের স্বামী বা স্ত্রী'র জন্যেও চালু করা হবে পেনশন ব্যবস্থা। ক্রিকেটারদের পেনশনের এই নতুন প্রস্তাবের বিষয়ে জানিয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেটার এবং ভারতীয় ক্রিকেট বোর্ডে ক্রিকেটারদের প্রতিনিধি অংশুমান গায়কোয়াড়।