সংযুক্ত আরব আমিরশাহীর গরমে ঘেমে স্নান করে গিয়েছেন পিটারসেন, টুইটে লিখলেন এই কথা

author-image
Harmeet
New Update
সংযুক্ত আরব আমিরশাহীর গরমে ঘেমে স্নান করে গিয়েছেন পিটারসেন, টুইটে লিখলেন এই কথা

নিজস্ব সংবাদদাতাঃ এই মুহুর্তে আইপিএলে ধারাভাষ্যের কাজের জন্য সংযুক্ত আরব আমিরশাহীতে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন। কিন্তু মরুশহরের গরমে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে কেপির। ঘামে সিক্ত নিজের একটি ছবি টুইটারে শেয়ার করে কেপি লিখেছেন, 'গতকাল সংযুক্ত আরব আমিরশাহীতে বেশ ভালো গরম ছিল'। লেখার সঙ্গে পিটারসেন একটি দুঃখের ইমোজিও যোগ করেছেন।