মোদীর ক্যাবিনেটে জায়গা পাচ্ছেন গান্ধী পরিবারের সদস্য?

author-image
Harmeet
New Update
মোদীর ক্যাবিনেটে জায়গা পাচ্ছেন গান্ধী পরিবারের সদস্য?


নিজস্ব সংবাদদাতাঃ এবার মোদীর ক্যাবিনেটে জায়গা পাচ্ছেন গান্ধী পরিবারের সদস্য? সূত্র মারফত এমনটাই খবর মিলেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় শীঘ্রই বড় রদবদল হতে পারে। আর এই মন্ত্রী সভায় অনেক তরুণ মুখের দেখা মিলতে পারে। নতুন এই মন্ত্রীসভায় জায়গা পেতে পারেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দীনেশ ত্রিবেদী, ভূপেন্দ্র যাদব, অশ্বিনী বৈষ্ণব, বরুণ গান্ধী, জামইয়াং সেরিং নামগিয়াল। বরুণ গান্ধী উত্তরপ্রদেশের পিলিভিটের বিজেপি সাংসদ। তিনি নেহেরু-গান্ধী পরিবার থেকে এসেছেন। তিনি তার আক্রমণাত্মক মেজাজের জন্য পরিচিত। সামনের বছর উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। এহেন অবস্থায় তাঁকে যদি মন্ত্রীসভা দেওয়া হয় তার প্রভাব পড়তে পারে বিধানসভা ভোটে বলে দাবি বিশিষ্ট মহলের।