শারজার পিচ দলগুলির কাছে চিন্তার কারণ হয়ে উঠবে, মত আকাশ চোপড়ার

author-image
Harmeet
New Update
শারজার পিচ দলগুলির কাছে চিন্তার কারণ হয়ে উঠবে, মত আকাশ চোপড়ার

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার শারজায় মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং চেন্নাই সুপার কিংস। গতকালের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারে বিনা কোনও উইকেট খুইয়ে ৯০ রান তুলেছিল বিরাট কোহলি এবং দেবদত্ত পাড়িক্কাল। কিন্তু দেখা যায়, ম্যাচ যত শেষের দিকে এগোচ্ছে ততই ব্যাট করা কঠিন হয়ে যাচ্ছে। শারজার এই পিচ নিয়ে শনিবার সকালে টুইট করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। আকাশ টুইটারে লিখেছেন, ‘শারজার পিচ একটু চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আশা করেছিলাম টুর্নামেন্ট এগোনোর সঙ্গে সঙ্গে টার্নের দেখা মিলবে। কিন্তু গতকালের ম্যাচে যতটা টার্ন দেখলাম, তারপর মনে হচ্ছে খুব দ্রুতই এই পিচ আরও খারাপ হতে থাকবে। এটা খুব বেশি হাই-স্কোরিং ভেন্যু হবে না। স্পিনই ম্যাচ জেতাবে এখানে’।