হাইস্টের ছক কষছেন কেকেআর কোচ!

author-image
Harmeet
New Update
হাইস্টের ছক কষছেন কেকেআর কোচ!

নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ কাইল মিলস দলের তিন বোলিং অস্ত্র লকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণা এবং বরুণ চক্রবর্তীকে নিয়ে হাইস্টের ছক কষছেন। তবে 'মানি হাইস্ট'-এর মতো বন্দুক হাতে কোনও ব্যাঙ্ক নয়, বরং বল হাতে হাইস্টের পরিকল্পনা করছেন কেকেআর কোচ। শনিবার শাহরুখ-জুহির দলের তরফ থেকে ছবি শেয়ার করে মজার ভঙ্গিতে এই সংবাদটি জানানো হয়েছে।