নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ কাইল মিলস দলের তিন বোলিং অস্ত্র লকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণা এবং বরুণ চক্রবর্তীকে নিয়ে হাইস্টের ছক কষছেন। তবে 'মানি হাইস্ট'-এর মতো বন্দুক হাতে কোনও ব্যাঙ্ক নয়, বরং বল হাতে হাইস্টের পরিকল্পনা করছেন কেকেআর কোচ। শনিবার শাহরুখ-জুহির দলের তরফ থেকে ছবি শেয়ার করে মজার ভঙ্গিতে এই সংবাদটি জানানো হয়েছে।