শিলিগুড়ির নকশালবাড়িতে যুবক-যুবতীদের স্বনির্ভর করতে চালু হল মোবাইল রিপেয়ারিংয়ের কোর্স

author-image
Harmeet
New Update
শিলিগুড়ির নকশালবাড়িতে যুবক-যুবতীদের স্বনির্ভর করতে চালু হল মোবাইল রিপেয়ারিংয়ের কোর্স

​সুদীপ ব্যানার্জী, শিলিগুড়িঃ শিলিগুড়ির নকশালবাড়িতে যুবক-যুবতীদের স্বনির্ভর করতে বিশেষ উদ্যোগ নিল এস.এস.বি। শুক্রবার নকশালবাড়ি ছোট মণিরাম বর্ডার আউট পোস্টের এস.এস.বি ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের উদ্যোগে মোবাইল রিপেয়ারিংয়ের কোর্স চালু করা হল। এস.এস.বি রানিডাঙার ৪১ নম্বর ব্যাটালিয়নের কমান্ডান্ট সুভাসচন্দ নেগি অনুষ্ঠানের সূচনা করেন। এলাকার ২০জন যুবক-যুবতীকে নিয়ে ছোট মণিরাম বর্ডার আউট পোস্টের কমিউনিটি হলে কোর্সটি চালু করা হয়। ১৫ দিন ব্যাপী এই কোর্স চলবে।