বিপদসীমার ওপরে বইছে জল, আতঙ্কিত মানুষ

author-image
Harmeet
New Update
বিপদসীমার ওপরে বইছে জল, আতঙ্কিত মানুষ


দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ টানা বৃষ্টিতে ফের জল যন্ত্রণার ছবি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে। গতকাল রাত থেকে ঘাটালের একদিকে ঝুমি ও শিলাবতী নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। ইতিমধ্যে ঘাটাল পৌর এলাকায় ১৭ টি ওয়ার্ডের মধ্যে ১০ টি ওয়ার্ডে জল ঢুকতে শুরু করেছে,জলমগ্ন হয়ে পড়েছে বেশকয়েকটি ওয়ার্ড।জলমগ্ন ওয়ার্ডগুলির বাসিন্দারা যাতায়াতের জন্য তাদের নামাতে হচ্ছে ডিঙ্গি,নৌকা। বেশ কিছু এলাকায় সবজির জমি জলের তলায়, ঘাটালের ৫ নম্বর ওয়ার্ডের উপ-স্বাস্থ্যকেন্দ্রে ঢুকতে শুরু করেছে জল। 


এমনকি ঘাটাল মনসুকা এলাকার ঘোড়ই ঘাটের চাতালে জল বাড়ায় গতকাল থেকে বন্ধ রয়েছে মনসুকা দীর্ঘগ্রাম যাতায়াত।এককথায় জল যন্ত্রণায় নাজেহাল ঘাটলবাসী। প্রাকৃতিক দুর্যোগ দ্রুত না কাটলে ঘাটাল পৌর এলাকার মানুষের দুর্যোগ যে আরও বাড়ার আশঙ্কা।মহকুমা প্রশাসনের তরফে সবরকম প্রস্তুতি তৈরি রাখা হয়েছে বলে খবর,ঘাটাল বিপর্যয় মোকাবিলা দপ্তরকে সজাগ রাখা হয়েছে পরিস্থিতি দ্রুত সামাল দেওয়ার জন্য।