New Update
/anm-bengali/media/post_banners/sxaksa32KfwCggFK4EsX.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার পরপর গুলির শব্দে কেঁপে উঠল দিল্লির রোহিণী আদালত। এই ঘটনার প্রতিবাদে দিল্লির আইনজীবীরা ২৫ সেপ্টেম্বর একদিনের ধর্মঘটের ঘোষণা করেছেন। শুক্রবার দিল্লির রোহিনী আদালতে একটি গুলি চালনার ঘটনা ঘটে যেখানে গ্যাংস্টার জিতেন্দ্র ওরফে গোগি, যিনি দিল্লির মোস্ট ওয়ান্টেড ছিলেন। সে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে নিহত হন। দিল্লি পুলিশের স্পেশাল সেল ওপর দুই হামলাকারীকে নিকেশ করে। হামলাকারীরা টিলু তাজপুরিয়া গ্যাংয়ের বলে মনে করা হচ্ছে। আজকের এই শুটআউটে মোট তিনজন মারা যায় এবং একজন মহিলা আইনজীবী আহত হন। ঘটনার সময় প্রায় ৩৫-৪০ রাউন্ড গুলি চালানো হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us