তৃণমূলের গোষ্ঠী জল্পনা উস্কে ফের সাংবাদিক সম্মেলন

author-image
Harmeet
New Update
তৃণমূলের গোষ্ঠী জল্পনা উস্কে ফের সাংবাদিক সম্মেলন

হরি ঘোষ, অন্ডাল : চলতি মাসের ১৫ তারিখ জেলা নেতৃত্বের সম্বর্ধনা সভায় গোষ্ঠীদ্বন্দ্ব আর স্বার্থপরদের নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন উপস্থিত নেতাদের একাংশ । এই সম্মেলনে জেলা সভাপতি বিধান উপাধ্যায় দলের কর্মীদের সাফ জানিয়েছিলেন গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করতে হবে, স্বার্থপরদের সুযোগ দেওয়া হবে না । জেলা সভাপতি জানিয়েছিলেন দলের যদি কেউ মনে করে থাকেন তিনি একাই দল চালাচ্ছেন তাহলে তাঁকেই একা থাকতে হবে । দল তাঁর পাশে থাকবে না।নেতাদের ক্ষোভ প্রসঙ্গে জেলা সভাপতি বিধান উপাধ্যায় তিনি বলেছিলেন সবার উপর নজর রায়েছে দলের । দলের বিশ্বাসযোগ্য সৈনিকদের- ই গুরুত্ব দেওয়া হবে । স্বার্থপর আর বেঈমানদের উৎস পথ কোনভাবেই দেওয়া হবে না বলে সাফ জানান বিধানবাবু ।এর রেশ কাটতে না কাটতেই ব্লক সভাপতির ঘনিষ্ঠ খাঁদরা পঞ্চায়েত প্রধান সাংবাদিক সম্মেলন করে ব্লক সভাপতির হয়ে সাফাই দেন । সাংবাদিক সম্মেলনে খাঁদরা পঞ্চায়েত প্রধান শ্যামল অধিকারী জানান "ব্লক সভাপতি একজন নিষ্ঠাবান আদর্শ নেতা"। সেদিনের তৃণমূলের কর্মিসভায় যারা দলেরই ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছিল প্রকাশ্যে । তারা আসলে দলকে ভালোবাসে না তারা তৃণমূলই নয় ।