ইয়াশে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন চিত্র তুলে ধরবে কেষ্টপুর প্রফুল্ল কানন

author-image
Harmeet
New Update
ইয়াশে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন চিত্র তুলে ধরবে কেষ্টপুর প্রফুল্ল কানন

​নিজস্ব সংবাদদাতাঃ কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিমের এইবছর ১৯'তম দুর্গাপুজোর থিম থাকছে 'আলোকবর্তিকা'। ঘূর্নীঝড় ইয়াশ এক ধাক্কায় ধ্বংস করেছে উপকূলবর্তী একাধিক এলাকা। সেইসব উপকূলবর্তী এলাকার মানুষের জীবন চিত্র ফুটিয়ে তুলবে কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম। একই সঙ্গে ধ্বংস হওয়া এক গ্রামের জেলেদের ঝড়ের সঙ্গে দৈনন্দিন সহবাসের আখ্যান ফুটে উঠবে। তাই মণ্ডপ সজ্জায় ব্যবহৃত হয়েছে নানা ধরনের জেলে নৌকা এবং মাছ ধরার জাল।