নিজস্ব সংবাদদাতাঃ ২০২০ সালে আজকের দিনে প্রয়াত হয়েছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ডিন জোন্স। ৫৯ বছর বয়সে মুম্বইয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি। আইপিএলে ধারাভাষ্যের কাজের জন্য ডিন মুম্বইয়ে ছিলেন সেই সময়। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করল বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি থেকে শুরু করে দেশ-বিদেশের একাধিক ক্রীড়াপ্রেমী মানুষজন।