New Update
/anm-bengali/media/post_banners/zx8nCNYF68d9O9efUcQk.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ টানা বৃষ্টির কারণে বিভিন্ন অঞ্চলে জল জমে কলকাতায়। নাগরিক জীবনে দোলাচলের অন্ত্য নেই। তারই মাঝে জমা জল মোকাবিলায় জয়ী হলেন কলকাতার বোরো ৭ অঞ্চল। সেখানকার কাউন্সিলর জীবন সাহা বলেন, "কলকাতার কোথায় কোথায় জল এখনও জমে আছে আমার জানা নেই। কিন্তু আমাদের বোরো ৭ অঞ্চলের জল সম্পূর্ণভাবে নেমে গেছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us