নিজস্ব সংবাদদাতাঃ আগামী ২ অক্টোবর রাশি পরিবর্তন করবে শুক্র। এদিন বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে শুক্র এবং ৩০ অক্টোবর পর্যন্ত এই রাশিতেই বিরাজ করবে সুখ-সৌভাগ্যের কারক গ্রহ। তবে কিছু রাশির জন্য শুক্রের রাশি পরিবর্তন শুভ, আবার কোনও কোনও রাশির জন্য অশুভ। শুক্রের রাশি পরিবর্তনের ফলে ৪টি রাশির জীবনে ভালো সময়ের আগমন ঘটবে। এই ৪ টি রাশি হল মিথুন, কর্কট, সিংহ এবং কন্যা।