নিজস্ব সংবাদদাতাঃ রাতের শহরে বাড়ছে অপরাধের প্রবণতা। সূত্রের খবর অনুযায়ী গত মঙ্গলবার সল্টলেক থেকে ক্যাব ভাড়া করে গাড়িতে ওঠে এক অল্প বয়সি যুবক-যুবতী। কিছুদূর যাওয়ার পরই কোল্ড ড্রিঙ্ক কেনার জন্য গাড়ি থেকে নামেন তাঁরা। এরপর নিজেরা খাওয়ার পাশাপাশি চালককেও প্রস্তাব দেয়। চালক সেই পানীয় খাবার পর অচৈতন্য হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর দেখতে পান গাড়ি থেকে লুট হয়ে গিয়েছে সব কিছু। ড্রাইভারের টাকা, মোবাইল, অন্যান্য সামগ্রী এমনকী গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ খুলে নেওয়া হয়েছে।