ভক্তদের জন্য কবে খুলবে পুরীর মন্দির?

author-image
Harmeet
New Update
ভক্তদের জন্য কবে খুলবে পুরীর মন্দির?



নিজস্ব সংবাদদাতাঃ ভক্তদের জন্য কবে থেকে খুলছে পুরী মন্দিরের দরজা? অবশেষে মুখ খুলল মন্দির কর্তৃপক্ষ। উলটো রথের পর অর্থাৎ ২৫ জুলাই খুলতে পারে পুরীর মন্দির । আর এমনটাই জানালেন পুরীর মন্দিরে মুখ্য প্রশাসক ওড়িশার ডিস্ট্রিক্ট কালেক্টর তথা পুরীর মন্দিরের মুখ্য প্রশাসক কিষাণ কুমার। যদিও  অতিমারির কথা মাথায় রেখে মন্দিরে প্রবেশ করার সময় ভক্তদের বেশকিছু কোভিডবিধি মানতে হতে পারে।